উম্মতের ফিকির ৯

“🌿উম্মতের ফিকির:

উম্মতের ফিকির বলতে বুঝায় উম্মতের চিন্তা। এই সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন,

❝‘মুমিনদের পরস্পরের ভালোবাসা, অনুগ্রহ, হৃদ্যতা ও আন্তরিকতার উদাহরণ হচ্ছে একটি দেহ বা শরীরের মতো। যখন দেহের কোনো একটি অঙ্গ আহত বা আঘাতপ্রাপ্ত হয়, তখন সারা দেহের সবগুলো অঙ্গই নিদ্রাহীন হয়ে পড়ে এবং কষ্ট-যন্ত্রণায় জরাগ্রস্ত ও কাতর হয়ে পড়ে।❞

— সহিহ বুখারী ও মুসলিম

যেহেতু সমগ্র উম্মত একটি দেহের মতো, তাই আমাদেরকে সমগ্র উম্মতকে নিয়েই চিন্তা করতে হবে। রাসূল সা: ও পূর্ববর্তী আকাবীরদের মধ্যে উম্মতের ফিকির ছিলো প্রবল।

বর্তমানে উম্মতের ফিকির এর চাক্ষুষ একটি দৃষ্টান্ত আমাদের শায়খ হারুন ইযহার হাফিযাহুল্লাহ। তিনি নিজে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকলেও উম্মতের ফিকির তার মধ্যে বিদ্যমান। তিনি কারামুক্তির পর বিভিন্ন হকপন্থী আলেমদেরকে কারামুক্ত করার পেছনে প্রচুর পরিশ্রম করেছেন। বিভিন্ন সময়ে শহীদ হওয়া ভাইদের পরিবারকে বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছেন। সাধারণত কারামুক্তির পর খুব কম মানুষকেই আমরা দেখি পূর্বের মতো দাওয়াতী কাজ করতে। বেশিরভাগ ই নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে দমে যান। কিন্তু শায়খ হারুন ইযহার হাফিযাহুল্লাহ শত বিপদের ঝুকি মাথায় নিয়েও উম্মতের ফিকির থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। উনার মত আরও যারা আছেন, তারা সকলেই প্রশংসার হকদার। আল্লাহ উনাদেরকে হেফাজতের চাদড়ে মুড়িয়ে নিন এবং গায়েবী রহমত দান করুন। আল্লাহ উনাদের এই ফিকিরকে কবুল করুন। আমাদেরকেও উনাদের মতো ফিকির করার তাওফীক দিন। আমীন”

অপেক্ষা করুন

0