উম্মতের ফিকির ৮

আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমার কাছ থেকে দেখা একটি ঘটনা বলছি-

সময়টা ছিল ২০২২ সালের শেষের দিকে ইন্টার শেষ হওয়ার পরে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ক্লাসে গিয়ে দেখতে হলো সবাই মর্ডান ড্রেসে কিন্তু তাদের মাঝে যখন পর্দা সমেত ক্লাসে প্রবেশ করি বেশিরভাগ বোন বাকা নজরের আমার দিকে তাকাতে লাগলো তাই একাই গিয়ে সিটে বসলাম।এর কিছু সময় পরে একটা মর্ডান বোরকা পরিহিতা বোন এসে আমার সাথে বসার অনুমতি চাইলো আমি বসার অনুমতি দিলাম সালাম দিয়ে ক্লাস চলাকালিন সময় নজর হেফাজতের জন্য স্যারের দিকে আমি তাকালাম না সেটা আমার সেই বোন খেয়াল করে খুব আগ্রহের নিয়ে আমার কাছে জানতে চাইলে আমি বোনটাকে সেই আয়াতটা
বলি-
“আর মুমিন নারীদেরকে বল, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে।(সুরা আন নুর-৩১) এর কিছু অংশ। বোনটা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনে। এরপর বোনটার সাথে কথা বলতে বলতে এক পর্যায় সে তার বিবাহিত জীবনের সমস্যার কথা আমার সাথে শেয়ার করে। তখন আমি ভাবলাম বোনটাকে এখন নামাযের কথা বলার সুযোগ আছে এরপর বললাম তুমি ৫ ওয়াক্ত নামায আদায় করো ইস্তেগফার করো সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ আদায় করো ইনশাআল্লাহ আল্লাহ তোমার সব সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। তখন বোন আমাকে উত্তর দিলো আমি তো সময় পাই না ৫ ওয়াক্ত নামাযের। তখন বললাম আচ্ছা ৪ ওয়াক্ত পরো ৪ ওয়াক্ত না পারলে ৩ ওয়াক্ত পরো তাও না পারলে ১ ওয়াক্ত পরো তাও পরো ইনশাআল্লাহ দেখবে এই ১ থেকেই ৫ ওয়াক্তে তুমি যেতে পারবে। তারপর ও ২ ওয়াক্ত করে শুরু করে পরবর্তীতে ৪ ওয়াক্তে আসে এরপর আমাকে বলতো ফজরের সময় ওকে ফোন দিয়ে ডেকে দিতে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে বোনটাকে বুঝাই গান নিয়ে ও গান শুনাও বাদ দিয়ে দেয়। অনেকদিন পরে আমাকে বলে বোন আমারতো দুআ আল্লাহ কবুল করছে না আমি তো আল্লাহকে খুশি করার চেষ্টা করছি তখন বললাম বোন তুমি যদি অন্য কোনো পরপুরুষের চোখের যিনার কারণ হয়ে থাকো তখনতো বিষয়টা কেমন দেখায় না? তুমি নিজের স্বামীর চোখে উত্তম হতে চেষ্টা না করে অন্যের চোখের গুনাহ এর কারণ হয়ে দাঁড়িয়ে আছো। তোমার কি উচিত না শুধুমাত্র তোমার স্বামীর জন্য নিজের সৌন্দর্য প্রকাশ করা এক আল্লাহর সন্তুষ্টির জন্য। জানো আল্লাহ কি বলেন -“আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন করো না।”(আল আহযাব-৩৩) এর কিছু অংশ তখন আমায় বললো আমি ইনশাআল্লাহ আমার রবের হওয়ার চেষ্টা করবো কিছুদিন পরে দেখি আমার দেখা মর্ডান বোরকা পরিহিতা মেয়েটি মাশাআল্লাহ পরিপূর্ণ পর্দায় নিজেকে আবৃত করে নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ওর বিবাহিত জীবনের সমস্যা আল্লাহ ঠিক করে দিয়েছেন ১ বছরে যেই সমস্যাটা বোনের ৩ বছরেও সমাধান হচ্ছিল না এখন আর ৩ মাস পরে ইনশাআল্লাহ তার কোল আলো করে আল্লাহ সন্তান দান করবেন বোনের প্রথম সন্তান।

অপেক্ষা করুন

0