উম্মতের ফিকির ৭

উহুদ যুদ্ধের এক সাহাবির ঘটনা তার নাম হুযাইফা(র:)
উহুদ যুদ্ধের সময় মদিনায় পরিখা খনন,অবরোধ ক্লান্তি সবাই নিশ্চুম এক হিমশীতল রাত বাহিরে প্রচণ্ড ঠান্ডা সারদিন ধকলের পর সবাই ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই মুহুর্তে হযরত (স) সাহাবিদের ডাকলেন শত্রু শিবিরের একেবারে ভেতরে গিয়ে খবর নিয়ে আসার জন্য।
তিনি সবাইকে বললেন কে আছে যে আমাকে শত্রুর ব্যাপারে তথ্য এনে দেবে।যে এই কাজ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে আমার সাথে স্থান দেবেন।
চারিদিকে পিন পতন নিরবতা আল্লাহু রাসুলয়(স) আবার ডাকলেন তারপর আবার সাধারণত ভালো কাজের সুযোগ পেলে সবাই লুফে নিতেন আল্লাহর রাসূলের আদেশ মানতে সবাই উন্মুখ হয়ে থাকতেন কিন্তু সেই মুহুর্তে কেউ জবাব দিল না এমনকি রাসুল (স) তিন তিন বার ডাকার পরও যখন কেউ সারাদিলেন না তখন হুযাইফা (র) এর নাম ধরে ডাকলেন এবং তাকে আদেশ দিলেন তিনি নিজ ক্লান্তি, আবসাদ, হিমশীতল কে পরিত্যাগ করে নিজ গোষ্ঠী রাসুলে উম্মতের সাহায্যের জন্য নিজ জীবন বাজি রেখে শত্রু শিবিরে গিয়ে খবর নিয়ে আসেন তিনি চাইলে নাও যেতে পারতেন কিন্তু উম্মতের সুরক্ষার জন্য তিনি সব প্রতিকুল অবস্থাকে তুচ্ছ করেছে,,

অপেক্ষা করুন

0