“””আমার পরিবারটির আগে দ্বীনের বুঝ তেমন ছিলোনা। দ্বীনি কাজ বলতে ৫ ওয়াক্ত নামাজ,রোজা, হজ বুঝতো। আমার ভাবি একজন হাফেজা সাথে একজন ত্বলিবুল ইলম।
তো উনি আমাদের বাড়িতে আসার পর প্রায়ই তালিমের আয়োজন করতেন,,একেকদিন একেকবিষয়ে তালিম করতেন। তো সেখান থেকে আমার পরিবারের মহিলা সদস্যরা পর্দা গুরুত্ব সম্পর্কে বুঝতে পারি। মেয়েদের যে চেহারার পর্দার সাথে সাথে কণ্ঠেরও পর্দা আছে তা বুঝতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ এখন এলাকার অন্যরাও তাকে দেখে অনুপ্রানিত হয়।
আমার মনে হয় ওনার মতো একজন মানুষ আমাদের উম্মতের জন্য খুব দরকার যারা এই অন্ধ উম্মতকে কিছুটা হলেও আলোর পথ দেখাতে রবের পক্ষ থেকে সাহায্যকারী হবেন। ইন শা আল্লাহ।”””