উম্মতের ফিকির ০৩

আলী বানাত ছিলেন বিত্তশালী এক তরুণ ব্যবসায়ী, কাটিয়েছেন এক বিলাসবহুল জীবন। কিন্তু যখনই জানলেন, তিনি স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত, তার আয়ু আছে মাত্র সাত মাস; সেই বিলাসী জীবন ছেড়ে তিনি এসে দাঁড়ালেন আর্ত মানবতার পাশে..আলী ভাবলেন, সারাজীবন নিজের জন্যেই করেছেন তিনি। নিজের কথাই তিনি ভেবেছেন। এবার মানুষের জন্যে কিছু করা যাক। সে কারণেই ক্যান্সার শনাক্ত হবার পর তিনি তার সমস্ত ব্যবসা, অর্থ-সম্পদ দান করে দেয়ার সিদ্ধান্ত নেন। সারা পৃথিবীর সুবিধাবঞ্চিত মুসলিমদেকে সাহায্য করার জন্যে তিনি তার সমস্ত অর্থ-সম্পদ দান করতে তৎপর হয়ে ওঠেন। তিনি বিশ্বের সুবিধাবঞ্চিত মুসলিমদের জন্যে ‘মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড (এমএটিডব্লিউ)’ নামের একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। যে সংস্থা এখন পর্যন্ত প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি ডোনেশন সংগ্রহ করেছে! যে টাকার পুরোটাই ব্যয় করা হয়েছে এবং হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সহায়সম্বলহীন মানুষদের জন্যে। হাসপাতাল, স্কুল, পুনর্বাসন প্রকল্প এর মতন কাজগুলো করা হচ্ছে এই দাতব্য সংস্থার অর্থ দিয়ে৷ আলী বানাত যখন বেঁচে ছিলেন, তখন তিনি এ কাজগুলো সশরীরে তদারকি করতেন। তার মৃত্যুর পর ‘গো ফান্ড মি’ এই কাজগুলো দেখছেন। এ কারণে তিনি মৃত্যুর পরে আজও প্রাসঙ্গিক। যিনি মৃত্যুর পরেও মানুষকে সেবা করে যাচ্ছেন নিজের মত করে।

অপেক্ষা করুন

0