উম্মতের ঐক্য:
ঐক্য শব্দটি আরবি শব্দ জামা আ এর প্রতিশব্দ ।ঐক্য শব্দটি মুসলিম উম্মার সাথে অঙ্গ অঙ্গে ভাবে জড়িত। কোরআন সুন্নাতে ঐক্য সংশ্লিষ্ট অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে।
উম্মতের ঐক্য বলতে বোঝায় একত্রিত থাকাকে। ইসলামে মুসলিম উম্মতের ঐক্য ভ্রাতৃত্ব ও ভালোবাসা ফরজ করা হয়েছে ।আল্লাহ তাআলা বলেন তোমরা সকলে ঐক্য বদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ।(সূরা আলে ইমরান ১০৩)
আল্লাহতালা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নিষেধ করেছেন ও উম্মতকে ঐক্যবদ্ধভাবে থাকার কথা বলেছেন।
আল্লাহ সুবহানাল্লাহ তা’আলা বলেছেন – এবং, মুমিন পুরুষগণ এবং মুমিন নারীগণ পরস্পর পরস্পরের বন্ধু বা অভিভাবক। (সূরা তওবা ৭১)
এই হাদিস দ্বারা আমরা মুসলিম উম্মার পরস্পর ঐক্যবদ্ধ হয়ে থাকার গুরুত্ব বুঝতে পারি।
বর্তমান যুগে মুসলিম উম্মতের দিকে লক্ষ্য করলে তার বিপরীত চিত্র ফুটে ওঠে। মুসলিম উম্মাহ সামান্যতম বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। উম্মতের মধ্যে ঐক্য না থাকার কারণে যেমন আল্লাহর বিধান পালন হচ্ছে না ও আমাদের ঐক্য নষ্ট হচ্ছে।
ঐক্য নষ্ট হওয়ার কারণে অমুসলিমরা আমাদেরকে খুবই দুর্বল মনে করছে এবং এই মুসলিম উম্মতের ক্ষতিগ্রস্ত করার জন্য নানান দিক থেকে কুটকৌশল অবলম্বন করছে। প্রকাশ্য সত্য হলো অত্যাচারীর মোকাবেলা না করে নিপীড়নের প্রতিকার করা সম্ভব নয়। উম্মতকে গুমরাহী করার জন্য যুগে যুগে ইহুদী-খ্রিস্টানরা উম্মার ঐক্য ভঙ্গের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সব সময়।
অমুসলিমরা চায় আমাদের ঐক্য নষ্ট করতে আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি যেন তারা ইসলামের পতন ঘটাতে পারে। মদিনার জিম্মাদার মাওলানা সাঈদ আহমদ খান সাহেব মাঝে মাঝে একটা ঘটনা বলতেন। ঘটনাটা এরকম যেমন একটা বনে তিনটা গরু বাস করত একটা রঙ সাদা ,একটা রং কালো আরেকটা লাল, । তিনটা গরু একসাথে থাকার কারণে ওই বনের বাঘ গরু গুলোকে যখনই আক্রমণ করতে চায় তখনই তিনটা গরু একসাথে থাকার কারণে আক্রমণ করতে পারে না। বাঘ মনে মনে চিন্তা করল গরু গুলোকে যদি আমি আমার মত করে শাসন করতে চাই তাহলে প্রথম কাজ হল এদের ঐক্য বদ্ধতাকে ধ্বংস করে দিতে হবে। তাই বাঘ তিনটি গরুর কাছে গিয়ে একেকজনের পিছনে আরেকজনের নামে কুমন্ত্রণা দেয় ।যার ফলে গরুগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের ঐক্য নষ্ট করার মাধ্যমে গরুগুলোকে খেয়ে বাঘটি তার চক্রান্তে সফল হয়। এই ঘটনায় বর্তমানে মুসলিমদের ঐক্য যেভাবে নষ্ট করা হচ্ছে তার প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠে। সুতরাং এই গল্প থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে মুসলিমদের কে অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে অমুসলিমরা মুসলিমদেরকে পরাজিত করে তাদের চক্রান্তে সফল হয়ে যাবে।
বিশেষ দ্রষ্টব্য: বর্তমান ফিলিস্তিনি দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি উম্মতের ঐক্য থাকা কতটুকু জরুরী। সমস্ত বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব থাকলে বর্তমানে ফিলিস্তিনের ভাই-বোনদের এই অমানবিক নির্যাতন সহ্য করতে হতো না।
শাইখ আবু আব্দুল্লাহ রহিমাহুল্লাহু ফিলিস্তিন কে মুক্ত করার জন্য ইহুদী-নাসারাদের বিরুদ্ধে কাজ করে গিয়েছেন, খোরাসানের বিজয়ে উনার অবিস্মরণীয় অবদান রয়েছে। তিনি সিরিয়া , ইরাক ,ফিলিস্তিন খোরাসান সহ সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য কাজ করেছেন। তিনি বারবার মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন। আই ও এম এর দারস থেকে অন্ততপক্ষে আমি এইটুকু বুঝেছি যে যে ধর্মেরই হোক না কেন আমরা সবাই এক। আমাদের মাঝে কোন বিভক্তি নেই, সব ই আমাদের রসূলের অনুসরণীয় পন্থা। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমীন।
বিশেষ দ্রষ্টব্য: কোন কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।মনে কষ্ট নিবেন না। মানুষ মাত্রই ভুল করে। ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে।