উম্মতের ঐক্য ৪

মুসলিম উম্মাহ পরস্পর ঐক্যবদ্ধ থাকা এবং নিজেদের একতা ও সংহতি রক্ষা করা ইসলামের একটি মৌলিক ফরয। তেমনি সুন্নাহর অনুসরণ তথা আল্লাহর রাসূলের শরীয়ত এবং তাঁর উসওয়াহ ও আদর্শকে সমর্পিত চিত্তে স্বীকার করা এবং বাস্তবজীবনে চর্চা করা তাওহীদ ও ঈমান বিল্লাহর পর ইসলামের সবচেয়ে বড় ফরয।
সুতরাং সুন্নাহর অনুসরণ যে দ্বীনের বিধান উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষা এবং বিভেদ ও অনৈক্য থেকে বেঁচে থাকাও সেই দ্বীনেরই বিধান। এ কারণে এ দুইয়ের মাঝে বিরোধ ও সংঘাত হতেই পারে না। সুতরাং একটির কারণে অপরটি ত্যাগ করারও প্রশ্ন আসে না।
ঐক্য বলতে বুঝি একতা!! আমরা জানি জীবনে আমাদের যতো ধরনের কাজ বা স্বপ্ন আছে সবকিছুর একটা ভালো ফলাফলের জন্য সবসময় আমাদের একতা থাকতে হয় কেননা একতা ছাড়া কখনোই কোনো কাজের ভালো ফলাফল পাওয়া অসম্ভব!! যেমন ধরুন আপনি একটা কোম্পানিতে যেকোনো পদে চাকরিরত আছেন,,ওই কম্পানিতে ছোটো পদে মাঝারি পদে বড় পদে অনেকেই কাজ করেন,,, এখন ওই কম্পানির স্বপ্ন হলো ওই কম্পানির আগামী এক মাসে এক কোটি টাকার আয় করবেন খরচ বাদে!!! এখন এখানে দুটো অপশন আছে,,একটা হলো দুর্নীতি আর একটা হলো ভালো পথে স্বপ্ন পুরন!! ভালো পদে চলতে গেলে অবশ্যই অবশ্যই সবার একতা হতে হবে ,,একজনের কথা এবং কাজকে আর একজনের সমর্থন করতে হবে এবং কারোর ভুল হলে সুন্দর ও সাবলীল ভাষায় বুঝিয়ে দিতে হবে তবে কাউকে ছোটো বা আলাদা করা যাবে না এতে ফলাফলে প্রভাব পড়বে!!! ঠিক একি ভাবে আমাদের গন্তব্য হলো জান্নাত!! এই জান্নাত লাভের আশায় আমাদের সকল মুসলমানের এক হ ওয়া অত্যন্ত জরুরি নাহয় আমরা শত্রুদের মোকাবেলা করতে পারবো না এবং অমুসলিমদের ইসলামের দাওয়াত দিতে পারবো না কেননা আমাদের মাঝে ঐক্য না থাকলে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকলে অমুসলিমরা প্রথমে আমাদের দিকে আঙুল তুলবে!!তাই আমাদের উচিত এক থাকা,,মত বিরোধ থাকুক সমস্যা নেই,, আল্ল-হর শাণে বেয়াদবি না করলে হবে,, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাদীস অনুসরণ নিয়ে উম্মাহর মাঝে বিবাদ-বিসংবাদ সৃষ্টি করা হচ্ছে। উম্মাহর ঐক্য ও সংহতির প্রশ্নে মুজতাহিদ ইমামগণকে এবং তাদের সংকলিত ফিকহী মাযহাবসমূহকে দায়ী করা হচ্ছে। অথচ ফিকহের এই মাযহাবগুলো হচ্ছে কুরআন-সুন্নাহর বিধিবিধানেরই ব্যাখ্যা এবং তার সুবিন্যস্ত ও সংকলিত রূপ। মূলে তা ফকীহ ও মুজতাহিদ সাহাবীগণের মাযহাব, যা উম্মাহর অবিচ্ছিন্ন কর্মপরম্পরা তথা তাওয়ারুছের মাধ্যমে চলে এসেছে। এই অবস্থা প্রমাণ করে, আমাদের অনেকে সুন্নাহ অনুসরণের মর্ম ও তার সুন্নাহসম্মত পন্থা এবং সুন্নাহর প্রতি আহবানের সুন্নাহসম্মত উপায় সম্পর্কে দুঃখজনকভাবে উদাসীন। তদ্রূপ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির সঠিক উপলব্ধি এবং ঐক্যবিনাশী বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে ভ্রান্তি ও বিভ্রান্তির শিকার।
সুন্নাহর অনুসরণ এবং উম্মাহর ঐক্য দুটো বিষয়ই অনেক দীর্ঘ এবং উভয় ক্ষেত্রে আমাদের সমাজে চলমান অবহেলা ও ভুল ধারণা ব্যাপক। এটা থেকে আমাদের বের হতে হবে!!!

অপেক্ষা করুন

0