উম্মতের ঐক্য ৩

হজের মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্যের এক সুন্দর নিদর্শন পাওয়া যায়। কৃষাঙ্গ- শ্বেতাঙ্গ, উঁচু-নিচু, অভিজাত ধনী, গোত্র, বর্ণ সবকিছু ভুলে গিয়ে হাজিরা হজের সব কার্যক্রম শেষ করে ঐক্যের বন্ধন তৈরি করে। হাজিরা রবের সম্মুখে উপস্থিত হয়ে তাঁর একত্ববাদের স্বীকৃতি দেয় এবং বিনয় সুরে বলে,
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকালা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক”।
“হাজির, হে আল্লাহ! আমি হাজির। হাজির! তোমার কোনো অংশীদার নেই, নিশ্চয়ই সব গুণকীর্তন ও প্রশংসা, সব নিয়ামত এবং সব ক্ষমতা একমাত্র তোমার। তোমার কোনো শরিক নেই।”
এই হজের মাধ্যমে মুসলমান পরস্পর পরস্পরের ভাই হিসেবে সৌহার্দ আর সম্প্রীতি সুলভ আচরণ প্রকাশ পায়।
আল কোরাআনের অনেক আয়াত হতে উম্মতের ঐক্যের গুরুত্ব সম্পর্কে জানা যায়। “আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান ১০৩)
কিন্তু উম্মতের মাঝে ছোট খাটো বিষয় নিয়েও এখন মতানৈক্য দেখা যায়। নফল, মুস্তাহাব বা বিভিন্ন বিষয়ে দলাদলির কারণে নিজেদের মাঝে ঐক্যের ফাটল ধরছে। মুসলিম উম্মাহর নিজেদের স্বার্থে এবং রবের সন্তুষ্টির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

অপেক্ষা করুন

0