“””হুজাইফা ইবনে ইয়ামান বলেছেন, লোকজন নবীজিকে জিজ্ঞেস করত কোন জিনিস ভালো। কিন্তু তিনি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করতেন কোন জিনিস খারাপ। আর বলতেন, আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথে পরিচালিত করেছেন। এরপর কি খারাপ কাজ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ খারাপ কাজ থাকবে, তার মধ্যেও কিছু ভালো কাজ থাকবে, তবে সেই ভালো কাজেও কিছু খারাপ জিনিস থাকবে।
তখন সাহাবীগণ বললেন সে খারাপ টা কি?
নবীজি আরও বললেন, তোমাদের মধ্যে কিছু লোক এমন কিছু জিনিস প্রচার করবে যা আমার সুন্নাহ নয়। তখন সাহাবাগণ বললেন এটার পর আর কোন খারাপ কাজ হবে?
নবীজি বললেন হ্যাঁ হবে কিছু লোক থাকবে যারা তোমাদের দোযখে আমন্ত্রণ জানাবে। হুজাইফা জিজ্ঞেস করলেন, আমাদের কি করা উচিত? নবীজি বললেন, তোমরা তোমাদের মুসলিম দল এবং নেতাকে আঁকড়ে ধরো। তখন সাহাবাগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব? যদি এমন কোনো দল বা নেতা না থাকে। নবীজি উত্তর দিলেন, তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা আল্লাহর প্রতি দৃঢ় থাকো, প্রয়োজন হলে গাছের শিকড়ের মতো দৃঢ়ভাবে ধরে থাকো যতক্ষণ না আল্লাহর সামনে দাঁড়াতে হয়।
“””