উম্মতের ঐক্য ০৯

“লুনা চকলেট একটি খাচ্ছিলো। এমতাবস্থায় লুনার মুখের চকলেটের কিছু টুকরো মেঝেতে পড়ে গেল। সেই চকলেট খেতে দুটো লাল পিঁপড়া চলে এল।

পিঁপড়া দুটো চকলেটের টুকরোগুলো নিতে পারছিল না। তাই একটি আরেকটির কানে কানে সবাইকে খবর দিতে বলল, যাতে তারা সবাই মিলে চকলেটগুলো বাড়িতে নিয়ে মজা করে খেতে পারে।

সেই খবর পেতেই পিঁপড়ার দল সারি বেঁধে ছুটে এল। এই কাণ্ড দেখে লুনা তার দাদুকে ডাক দিল। দাদু দেখে বললেন, পিঁপড়ারা মিলেমিশে থাকে, সবাই মিলে খাবার খায়। আর তাই কেউ ওদের সাথে লড়াই করতে পারে না।এতে লুনা বুঝতে পারলো যে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো যুদ্ধ জেতা সম্ভব, পক্ষান্তরে বিচ্ছিন্ন হয়ে গেলে হার ই তোমার প্রাপ্য।

এভাবে আমরা মুসলিমরাও এক হলে, ঐক্যবদ্ধ হলে যেকোনো খারাপ পরিস্থিতিকে মোকাবিলা করে ইসলাম এর বিজয় আনা সম্ভব ইংশা আল্লাহ।”

অপেক্ষা করুন

0