“ইসলাম ভ্রাতৃত্ব ও ঐক্যের ধর্ম। কুরআন ও হাদিসে মুসলমানদের জন্য উম্মতের ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
“রাসূল (সা.) বলেছেন: ‘মুমিনগণ পরস্পরের ভাই।’
আজকের বিশ্বে বিভক্ত মুসলিম জাতির জন্য উম্মতের ঐক্য আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। কারণ ঐক্যই আমাদের শক্তি।
মুসলমানরা প্রতিটি যুদ্ধে সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরও বিজয় হয়েছিলেন ঐক্যতার কারণে। ঐক্যটা না থাকলে বিজয়ী হওয়া কখনোই সম্ভব হতো না।
এই ক্ষেত্রে একটি ঘটনা বলা যায় :
খ্রিস্টীয় ৬২৫ সালে উহুদ যুদ্ধে প্রথমে মুসলমানরা জয়ের পথে ছিল।
কিন্তু কিছু ধনুর্ধর সাহাবী রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করে যুদ্ধলব্ধ সম্পদের দিকে ছুটে যান।
তাদের এই অবাধ্যতা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে কুরাইশ বাহিনী সুযোগ পেয়ে যায় এবং মুসলমানরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়।
রাসুল (সা.)-এর অনেক সাহাবী শহীদ হন, এমনকি তিনি নিজেও আহত হন।
অর্থাৎ, ঐক্যহীনতা ও অবাধ্যতার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল।
বর্তমান যুগে মুসলমানদের ঐক্যহীনতার কারণে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানেরা অত্যাচারিত হচ্ছে যদি আমাদের মধ্যে ঐক্যটা থাকতো তাহলে এমন বর্বরতা দেখানোর সাহস কেউ পেতো না। “