উম্মতের ঐক্য ০২

“২০২৩ সালে আমরা এক দৃশ্য দেখেছি—তুরস্ক ও সিরিয়ায় যখন ভয়াবহ ভূমিকম্প হলো, তখন সারা দুনিয়ার মুসলিম উম্মাহ একসাথে তাদের পাশে দাঁড়ালো। পাকিস্তান, বাংলাদেশ, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া—সব দেশ থেকে উদ্ধারকারী দল, খাবার ও চিকিৎসা সহায়তা পৌঁছে গেল।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একটি ছোট্ট শিশু যখন বিদেশি মুসলিম উদ্ধারকর্মীদের দেখে বলেছিল:
“আপনারা কারা?”
তারা উত্তর দিয়েছিল:
“আমরা তোমার ভাই।”
এটাই হলো উম্মতের শক্তি। এটাই হলো মুসলিমদের ঐক্যের সৌন্দর্য।
আমরা যদি আজ বিভক্ত হই—জাতি, ভাষা ও রাজনীতির কারণে—তাহলে আমরা দুর্বল হয়ে যাব। কিন্তু যদি আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি, একে অপরের সহায়ক হই, তবে আল্লাহ আমাদের সাহায্য করবেন, যেমন তিনি পূর্বে করেছেন।”

অপেক্ষা করুন

0