Answered: ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন

জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছে  
عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
১-১.৫ বছরের মধ্যে লেনদেন না করার দরুন যদিও আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে,তদুপরি এতোদিন তো তারা আপনার সেই ৫০০ টাকা সুদে খাটিয়ে লাভ নিবে,সুতরাং এক্ষেত্রে সুদী কাজে সহযোগিতার গুনাহ আপনার হবে।
আপনি খালেস দিলে মহান আল্লাহর কাছে তওবা করে নিবেন।
(০২)
প্রয়োজনে আপনি এটি ব্যবহার করতে পারেন।
তবে লভ্যাংশ গ্রহন করা যাবেনা।
লভ্যাংশ উত্তোলন করে ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে।
(০৩)
প্রয়োজনের খাতিরে অনেক উলামায়ে কেরামগন যেকোনো ব্যাংকে কারেন্ট একাউন্ট খোলার অনুমতি প্রদান করেছেন।
বিস্তারিত জানুনঃ- 

অপেক্ষা করুন

0