উম্মতের ঐক্য ১৫

“””খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) তাঁর খিলাফতের সময় মসজিদে নববীতে নামাজের ইমামতি করছিলেন। এক রাকাতে তিনি সূরা ইউসুফ তেলাওয়াত করতে শুরু করেন।

নামাজের পর কিছু সাহাবী বললেন—
“আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে শুনেছি, তিনি কখনো এই সূরা এক রাকাতে সম্পূর্ণ করেননি।”

তখন অপর একদল সাহাবী বললেন—
“আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এক রাকাতে দীর্ঘ সূরা তেলাওয়াত করতে দেখেছি।”

এভাবে তাঁদের মধ্যে মতভেদ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিল। কিন্তু তাঁরা বিতর্কে না জড়িয়ে সাথে সাথে বললেন—
“আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি হবে না। আমাদের একমাত্র রেফারেন্স আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।”

এরপর তাঁরা সোজা গিয়ে হযরত উম্মুল মু’মিনীন আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) এর কাছে বিষয়টি জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন—
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো এক রাকাতে লম্বা সূরা পড়েছেন, আবার কখনো অংশ করে পড়েছেন।”

এ কথা শুনে সাহাবীগণ বললেন—
“আলহামদুলিল্লাহ, সত্য পরিষ্কার হলো।””””

অপেক্ষা করুন

0